খেলাধুলালিড নিউজ

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ ইংলিশ ফুটবলপ্রেমীদের ‘মৃত্যুর প্রস্তুতি’ রাখতে বললেন রুশ সমর্থকরা

এবিএনএ : ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের ক্ষণ। ইংল্যান্ডের প্রতি রাশিয়া ফুটবল সমর্থকদের হুঙ্কারও মাত্রা ছাড়াচ্ছে। এবার ইংলিশদের ভয়াবহ হুমকি দিল রুশ ফুটবলের দুর্ধর্ষ সমর্থক গোষ্ঠী- আল্ট্রাস। ফুটবলের আসন্ন আসর উপভোগ করতে গেলে তাদের ‘মৃত্যুর প্রস্তুতি’ নিয়ে রাখতে বলল এ উগ্রপন্থী। ’আল্ট্রাসদের’ কুখ্যাতি জগতজোড়া। সম্প্রতি ইউরোপা লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্পার্তাক মস্কোর ম্যাচের আগে হামলা চালায় তারা। এতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তা। ময়দানি লড়াই শুরু হওয়ার বেশ আগেই হামলার হুমকি দিয়েছিল তারা। তাদের সামলাতে কড়া নিরাপত্তাব্যবস্থাও নিয়েছিল বাস্ক অঞ্চলের শহরটি। তবে এত সতর্কতাও কাজে লাগেনি। এবার ইংলিশদের ওপর সশস্ত্র হামলার হুমকি দিল কুখ্যাত এ উগ্রপন্থীরা। আগামী ১৪ জুন রাশিয়ায় গড়াবে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের ২১তম আসর। এর আগে সংঘবদ্ধ হচ্ছেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ডটকম জানাচ্ছে, রাশিয়ার মস্কো ও অন্যান্য শহরের ‘হুলিগানরা’ (গুণ্ডা) বিশ্বকাপের আগে সুসংবদ্ধ হচ্ছেন। দেশটিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে ভিকোনটাক্টে ডটকম সেখানে ভীষণ জনপ্রিয়। এ মাধ্যমেই একের পর হুমকি ছড়িয়ে যাচ্ছে তারা। সোশ্যাল মাধ্যমটিতেভিকে নামে একটি গ্রুপ চালায় আল্ট্রাসরা। গ্রুপটি পরিচালনাকারী একটি পোস্ট দিয়েছে। তাতে লিখেছে- আমরা ‘মুন্দিয়াল’ অপারেশন শুরু করেছি। আমাদের পরিকল্পনা ঠিকঠাকভাবেই বাস্তবায়িত হচ্ছে। আমরা নিজেদের প্রস্তুত করছি। যুদ্ধ আমাদের রক্তে মিশে আছে। জুনে তা প্রমাণ করব। ইংলিশ সমর্থকরা মরার জন্য প্রস্তুতি নিয়ে রাখ।

আল্ট্রাসদের এমন পোস্টের পর নড়েচড়ে বসেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তা মার্ক রবার্টস জানিয়েছেন, এমনটি ঘটতে পারে। বিশ্বকাপ চলাকালীন রাশিয়ায় ভ্রমণ করতে প্রস্তুতি নেয়া ইংলিশদের সতর্ক করা হয়েছে। আমরা অগ্রিম ব্যবস্থা নিচ্ছি। আল্ট্রাসদের এমন উগ্র হওয়ার কারণ ৬৬ বছর বয়সী সার্গেই স্ক্রিপাল। রাশিয়া ও ব্রিটেন- দুই দেশের হয়েই গুপ্তচরবৃত্তি করতেন তিনি। কিছু দিন আগে তাকে ও তার কন্যা উইলিয়া স্ক্রিপালকে নার্ভ এজেন্টের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়। রাশিয়া এ হত্যাচেষ্টার জন্য দায়ী করছে ইংল্যান্ডকে। অন্যদিকে দেশটি দায়ী করছে রাশিয়াকে।

Share this content:

Related Articles

Back to top button