বিনোদনলিড নিউজ

কটূক্তির শিকার পূজা

এবিএনএ: কলকাতা ও মুম্বাই দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। ক্যারিয়ারের শুরুটা টলিউডে হলেও, পরবর্তীতে হিন্দি ধারাবাহিকের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন পূজা।

ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল বার্মাকে বিয়ে করে মুম্বাইতেই থাকেন এই অভিনেত্রী। তবে টলিউডের বিভিন্ন ইভেন্টেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা গেছে পূজাকে।

বর্তমানে অভিনয়ে আর নিয়মিত না হলেও, বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই পোস্ট করতে দেখা যায় তাকে। তারই ধারবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেন পূজা। আর সেটি নিয়েই এবার কটূক্তির শিকার হলেন তিনি।

ওই ভিডিওতে দেখা গেছে, পূজার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ় দিয়ে যাচ্ছেন তিনি। পূজার এই পোস্ট দেখে খুবই বিরক্ত নেটিজেনদের একাংশ। নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখছেন, ‘অসভ্য মহিলা’। কেউ আবার লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এ ধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়।’ কারোর কথায়, ‘বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়। তবে এ ধরনের ট্রোলিংয়ের কোনো উত্তর দেননি পূজা।

Share this content:

Back to top button