বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক, সিসিইউতে স্থানান্তর

এবিএনএ: গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। রবিবার সকালে এনজিওগ্রাম শেষে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।’ এর আগে বুকে ব্যথা অনুভব করলে সকাল সাড়ে সাতটার দিকে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তাকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।এদিকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছে আওয়ামী লীগ।

Share this content:

Related Articles

Back to top button