

এবিএনএ : আগামী বুধবার ৬০ বছরে পা দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।এ জন্য তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডো বাইডেন। জন্মদিনের শুভেচ্ছা জানালেও বারাক ওবামার জমকালো পার্টিতে অংশ নিতে পারছেন না বলে আগভাগেই জানিয়ে দিয়েছেন বাইডেন। কারণ এ সময় তিনি নিজ শহর দেলাওয়ারে রেহোবথ সমুদ্রসৈকতে ছুটি কাটাবেন বলে পরিকল্পনা করেছেন।
বাইডেন না থাকলেও ওবামার জন্মদিনের পার্টিতে মডেল, অভিনেত্রী, সাবেক প্রেসিডেন্ট ও কূটনীতিকসহ ৪৭৫ অতিথি উপস্থিত হতে পারেন। আগত অতিথিদের খাবার পরিবেশন করতেই নিয়োগ করা হয়েছে দুই শতাধিক কর্মী। করোনার বিধিনিষেধের মধ্যে এই বিশাল আয়োজন নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে।