এ বি এন এ : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে শুক্রবার আবারো বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অপমান করার অভিপ্রায় তার ছিলো না। তবে এর পরপরই তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে ‘ বোকা’ অভিহিত করেছেন।
চলতি সপ্তাহে একটি এশীয় শীর্ষ সম্মেলনের প্রাক্কালে দুতার্তে বারাক ওবামাকে ‘পতিতা বাচ্চা’ বলে সমালোচনার ঝড় তোলেন। মার্কিন প্রেসিডেন্ট ওবামা এ মন্তব্যের জের ধরে তার সঙ্গে একটি নির্ধারিত বৈঠক বাতিল করেন।
তবে পরে দুতার্তে দুঃখ প্রকাশ করার পর ওবামা লাওসে তার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।
দুতার্তে শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরকালে ফিলিপাইনের নাগরিকদের এক সমাবেশে বলেছেন, তিনি ফিলিপাইনো ‘পুতাগিনা’ কানাবিধিটি ব্যবস্থা করেছেন যার অর্থ ‘পতিতার বাচ্চা’ নয়।
এছাড়া তিনি বলেন, তিনি বারাক ওবামা নয়, মার্কিন পররাষ্ট্র দফতরকে লক্ষ্য করে ওই কথাটি ব্যবহার করেছেন।
দুতার্তে বলেন, তিনি ওবামার সঙ্গে সাক্ষাতের সময় তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
তবে এর পরেই দুতার্তে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘আপনি আরেকটা বোকা।’ দুতার্তে বলেন, আমি ক্রিমিনালদের বিরুদ্ধে আমার প্রচার চালিয়ে যাবো। তাদের জন্য আমার কোনো করুণা নেই।