আমেরিকালিড নিউজ

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো সিনেট ও অ্যাসেম্বলি হাউসে বক্তব্য দিলেন এক বাংলাদেশি

এবিএনএ: বাংলাদেশি নাগরিক মুফতি আনসারুল করিম দক্ষিণ আফ্রিকান ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ইসলামিক লিগ্যাল অ্যাডভাইজার। তিনি ২৭ মার্চ আমেরিকার সিনেট ও অ্যাসেম্বলি হাউস অধিবেশনে পরপর দুবার বক্তব্য দেন।মার্কিন ইতিহাসে এই প্রথম মুসলমান কোনো ধর্মীয় ব্যক্তিকে সিনেটে ও অ্যাসেম্বলি হাউসে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়।

মূল বক্তব্যে মুফতি আনসারুল করিম বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ওপর জুলুম ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। মুসলমান কোনো সন্ত্রাসী জাতি বা গোষ্ঠী নয়, কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিশদ বর্ণনা তুলে ধরেন তিনি। এ ছাড়া মার্কিন সিনেটে ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা করে রেজ্যুলেশন পাস করা হয়।

উল্লেখ্য, মুফতি আনসারুল করিম দক্ষিণ আফ্রিকার ডারবান বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button