এবিএনএ : গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার র্যাব সদর দফতরের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গত ২ মার্চ এটিএম বুথ লুটের ঘটনার পর ময়মনিসংহ এলাকা থেকে বুথের খালি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে মঙ্গলবার রাতে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও তার নয় সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বুথে থেকে লুটের নয় লাখ টাকা, দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
গত ২ মার্চ মানিপ্ল্যান্ট নামে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা গাড়ি থেকে টাকাবাহী ট্রাংক বুথে নেয়ার সময় ৮/৯ জন ডাকাত হঠাৎ আক্রমণ চালায়। পরে তারা লুটে নেয় ১ কোটি ৯৪ লাখ টাকা।