বাংলাদেশরাজনীতিলিড নিউজ

এরশাদ এখনও শঙ্কামুক্ত নন: জিএম কাদের

এবিএনএ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সোমবার বেলা ১টার দিকে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, এরশাদের কিডনিতে ইনফেকশন হয়েছে। সেটার ফাংশনে একটু সমস্যা হচ্ছে। উনার যে বয়স ও জটিলতা তার শরীরে আছে- সব মিলিয়ে তিনি শঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য এরশাদকে বাইরে পাঠানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, চিকিৎসকরা এ বিষয় কোনো পরামর্শ এখনও দেননি। তবে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় এটি সঠিক হবে বলে মনে হয় না।

চিকিৎসকদের বরাতে জিএম কাদের বলেন, আজ সকাল পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। এর অর্থ- শুভ লক্ষণ। সুনির্দিষ্ট করে বলতে গেলে, উনার ফুসফুসের যে ইনফেকশন আছে, সেটি এখন ভালোর দিকে। দুই ঘণ্টা পরপর তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। এরশাদ মারা গেছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোর বিষয়ে জিএম কাদের বলেন, গতকাল রোববার আমরা প্রেস ব্রিফিং করার পর বিভিন্ন মহলে গুজব ছড়ায় যে উনি (এরশাদ) জীবিত নেই। উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার ব্যাপারে সারা দেশের মানুষের উৎকণ্ঠা, কৌতূহল ও আবেগ আছে।

এরশাদের মৃত্যুর খবর দিয়ে দুই মন্ত্রীর দেয়া ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, আজকাল অনেকের ভুয়া আইডি বের হয়েছে। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকের আইডি অন্যরা পরিচালনা করেন। সেটি যাই হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কিছু না হয় সেটির অনুরোধ করব।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ বলেছে, তারা প্রয়োজনে আইএসপিআরের মাধ্যমে এরশাদের শারীরিক অবস্থা সংক্রান্ত সংবাদ পরিবেশন করবে। এ ছাড়া না জেনে কোনো ধরনের সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকসহ সব সবার প্রতি অনুরোধ করেন তিনি। এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিএমএইচে গিয়ে এরশাদকে দেখে আসেন। প্রসঙ্গত গত ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হুসেইন মুহম্মদ এরশাদকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) নেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে সিসিইউতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button