জাতীয়বাংলাদেশলিড নিউজ

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ স্বরূপকাঠিতে স্বপনের সমর্থনে পথসভা

এবিএনএ: পিরোজপুরের স্বরূপকাঠিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া খান স্বপনের পক্ষে পথসভা করেছে তার কর্মীরা। গতকাল সকাল ১০ টায় সরকারি স্বরূপকাঠি কলেজ শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা, পিরোজপুর জেলা পরিষদ সদস্য এবং স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এই নেতার বিভিন্ন সামাজিক কর্মকান্ড তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন শাহ মো নাসির উদ্দিন সদস্য উপজেলা আ.লীগ, জাকির হোসেন মোল্লা সদস্য উপজেলা আ.লীগ(আহবায়ক কমিটি),আলহাজ্ব মাসুদ করিম সাবেক সভাপতি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগ. হুমাযন কবির চান সাধারন সম্পাদক বলদিয়া ইউনিয়ন আ.লীগ,মেহেদি মাসুদ সদস্য বলদিয়া ইউনিয়ন আ.লীগ, এবং অন্যান্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সেচ্ছাসেবলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ্র। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তৌহিদুল ইসলাম সাবেক সভাপতি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগ। আ.লীগ, নেতা নাসির হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর উদ্বৃতি দিয়ে বলেন, আমরা একাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনে একজন সচ্ছ নেতৃত্ব পেয়েছি তাই এবার উপজেলা নির্বাচনের তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা একজন সচ্ছ নেতৃত্বকেই বেছে নেব। আর সেজন্য এ্যাডভোকেট জাকারিয়া খান স্বপনই হবে যোগ্য ব্যাক্তি। শেষে একটি বিশাল মিছিল ইন্দেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাইনিং স্টার কিন্ডার গার্ডেনের মাঠে এসে শেষ হয়।

 

Share this content:

Back to top button