জাতীয়বাংলাদেশলিড নিউজ

শাহীন ইকবাল নৌবাহিনীর নতুন প্রধান

এবিএনএ : মোহাম্মদ শাহীন ইকবালকে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। তাকে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল পদ থেকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়। বর্তমান নৌ-প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগ ও পদোন্নতির তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ আব্দুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই (২০২০) অপরাহ্ণে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা অনুসারে ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

Share this content:

Back to top button