এ বি এন এ : টিআর ও কাবিখা প্রকল্প নিয়ে বক্তব্যের কারণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
গত রোববার ‘বাংলাদেশ সামিট : টেকসই উন্নয়ন ২০১৬’ শীর্ষক দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি তো এমপি, আমি জানি, টিআর কীভাবে চুরি হয়।
সরকার ৩০০ টন দেয়, এর মধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন।’
ওই বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমে খবর আসার পর রাতে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ইনু বলেন, ‘আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ সকল জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি এবং সেই সম্মান অক্ষুণ্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’এ ছাড়া মন্ত্রিসভায় সমালোচনার পর সন্ধ্যায় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের তোপের মুখে পড়ে গতকাল সোমবার সংসদ অধিবেশনে ক্ষমা চান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যের বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এ রিট আবেদনটি করেছেন তিনি।