খেলাধুলা

বৃষ্টিভেজা দুই মাঠে ৫ ঘণ্টার নাটকীয় লড়াইয়ে বড় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের

ভুটানকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে টানা তৃতীয় জয় বাংলাদেশের, শীর্ষে অবস্থান সুরমা জান্নাতদের

এবিএনএ: বৃষ্টি যেন থামাতে পারেনি লাল-সবুজের মেয়েদের জয়ের ধারা। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে সোমবার ভুটানের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ৪-১ গোলে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। রোমাঞ্চ, বাধা আর সাফল্যে ভরা এই ম্যাচটি খেলতে হয়েছে দুই ভিন্ন মাঠে, সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা।

বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হওয়া ম্যাচটি বৃষ্টির কারণে প্রথমার্ধের পর স্থগিত হয়ে যায়। পরে মাঠ পরিবর্তন করে নেওয়া হয় কাছাকাছি ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে দ্বিতীয়ার্ধে খেলা চালিয়ে শেষ হয় রাত পৌনে ৮টার দিকে।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। ষষ্ঠ মিনিটেই গোলের সূচনা করেন শান্তি মার্ডি। তৃঞ্চা রানীর শট থেকে ফিরতি বলে প্রতিক্রিয়া জানান তিনি, বল পাঠান জালে।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ভুটান সমতা আনলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটাই যেন তাদের জাগিয়ে তোলে। ৫৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে আবারও জালে বল জড়ান শান্তি। এরপর ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মুনকি আক্তার একক চেষ্টায় চোখ ধাঁধানো গোল করেন। আর ৭৯ মিনিটে শান্তি মার্ডি পূর্ণ করেন হ্যাটট্রিক।

টানা তিন জয়ে এখন রাউন্ড রবিন ভিত্তিক এই টুর্নামেন্টের শীর্ষে রয়েছে সুরমা জান্নাতের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও নেপালকে পরাজয়ের পর ভুটানও রেহাই পেল না লাল-সবুজদের আক্রমণ থেকে।

বাফুফে জানিয়েছে, বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হলেও মাঠে মেয়েরা দেখিয়েছে অসাধারণ মনোবল ও সামর্থ্য। বাংলাদেশের ফুটবলে এটি একটি সাহসী ও অনুপ্রেরণামূলক জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button