এবিএনএ: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এ দেশে নিযুক্ত সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। নিজ বাসভবনে আজ রবিবার সকালে এই বৈঠকে ইইউয়ের পক্ষে নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
আর জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা। সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ সামাজিক ও অর্থনৈতিক নানা বিষয় আলোচনা হয়েছে।