এবিএনএ : বছর ঘুরে ট্যাবের নতুন সংস্করণ নিয়ে এসেছে এলজি। ‘জি প্যাড ৪’ নামে ট্যাবলেট ডিভাইসটি মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।এলজি ইলেকট্রনিক্স কোরিয়া মোবাইল গ্রুপের পরিচালক লি সাঙ-জেই বলেন, সুবিধাজনক পোর্টেবিলিটি এবং চমৎকার পারফরম্যান্সের সমন্বয়ে ট্যাবলেট পিসি ব্যবহারকারীদের ডিভাইসটি ভিন্ন অভিজ্ঞতা প্রদান করবে।
৮ ইঞ্চি আইপিএস মাল্টি টার্চ ডিসপ্লের ট্যাবলেটের রেজুলেশন ১৯২০*১২০০ পিক্সেল। ১.৪ গিগাহার্টজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসরের ফোনটিতে গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে অ্যান্ড্রেন ৫০৫ জিপিইউ।২ জিবি র্যামের সুবিধা যুক্ত ট্যাবটিতে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে। চাইলে ব্যবহারকারীরা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহারের সুবিধা পাবেন। ব্যাকআপ দিতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।ছবি তোলার জন্য ট্যাবের সামনে ও পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া রয়েছে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি সুবিধা।ট্যাবটিতে রয়েছে ডুয়েল উইন্ডোজ মুড। এটি ব্যবহার করে ডিসপ্লে ভাগ করে একত্রে দুইটি অ্যাপ চালানো যাবে। ২৯০ গ্রাম ওজনের ট্যাবটির পুরুত্ব ২১৬.২*১২৭*৬.৯ মিলিমিটার। ফোরজি সুবিধাযুক্ত ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.০।এলজি জি প্যাড ৪’য়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০৫ মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি শুরু হয়েছে ডিভাইসটির। দ্রুতই বিশ্বের অন্যান্য দেশে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Share this content: