এ বি এন এ : মার্কিন অ্যাপল সংস্থা আইফোনের লোগোতে অ্যাপল থাকলেও তা অ্যাপলের মতো দেখতে নয়। কিন্তু চীনের কাকা টেকনোলজির সংস্থার তৈরি করা ম্যাঙ্গো ফোনটি দেখতে হুবহু আমের মতোই। ডুয়েল সিম সমৃদ্ধ এই ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়। 2 ইঞ্চির QVGA টাচ স্ক্রিন, 1.3 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফ্লিপ ধরণার এই মোবাইলটির ক্যামেরাতে ফ্ল্যাশ রয়েছে। GPRS, ওয়াপ, এমএমএস, গেমস ফান, ই-বুক রিডার রয়েছে ফোনটিতে। এছাড়াও এফএম রেডিও রয়েছে। চীনের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে।