জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চারটি ব্যাংকের চার লাখ কম্বল প্রদান

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চারটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতে আক্রান্ত জনগণের জন্য চার লাখ ছয় হাজার পিস কম্বল গ্রহণ করেছেন।
চারটি বেসরকারি ব্যাংক- এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে শীতার্ত জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই কম্বলগুলো অনুদান হিসেবে প্রদান করা হয়।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে ওই ব্যাংকগুলোর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে ওই কম্বলগুলো হস্তান্তর করেন।
কম্বলগুলো গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য ওই চারটি বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, ইউবিএল চেয়ারম্যান শহীদুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিয়া, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।  

Share this content:

Related Articles

Back to top button