জাতীয়বাংলাদেশলিড নিউজ

আজ ফেসবুক লাইভে আসছেন বার্নিকাট

এবিএনএ : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ ফেসবুক লাইভে অংশ নেবেন। বাংলাদেশে অবস্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী লাইভ শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। লাইভে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি আলাপ করবেন। এছাড়া লাইভে বার্নিকাট ফেসবুক বন্ধুদের অনেকের প্রশ্নের উত্তর দেবেন। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের পেজ। এতে ৪২ লাখের বেশি বন্ধু রয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজটি খুঁজতে এখানে ক্লিক করুন।

Share this content:

Back to top button