
এবিএনএ: চার দিনের ভারত সফরের শেষ দিন আজ সকালে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাজা গরীবে নেওয়াজ দরগা শরিফ (আজমির শরিফ) পরিদর্শন করবেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ (স্থানীয় সময়) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এর আগে বিমানটি দিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সাত সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পাদিত হয়েছে। গত মঙ্গলবার দিল্লির হায়দারাবাদ হাউজে দুই নেতার উপস্থিতিতে উভয়পক্ষের কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে সই করেন। এসব চুক্তি ভারত-বাংলাদেশের বহুমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা।
Share this content: