বিনোদন
আইটেম নাম্বারে মিমের ঝলক


এবিএনএ : চোখে আমার দেখো নেশার বাদল/ অঙ্গে আমার বাজে রূপের মাদল-’ এমন কথার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। মুক্তি প্রতীক্ষিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবির আইটেম নাম্বার এটি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে গানটি।
তানিয়া আহমেদ পরিচালিত ছবিটির নায়িকা চরিত্রে থাকছেন মিম। এতে তার নায়ক ইরফান সাজ্জাদ। আরও আছেন মীর সাব্বির, মিশু সাব্বির প্রমুখ।
ছবিটির সিংহভাগ শুটিং হয়েছে ইংল্যান্ডে। প্রথমে এর নাম ‘গুডমর্নিং লন্ডন’ রাখা হয়েছিলো। পরে নাম বদল করে রাখা হয় ‘ভালোবাসা এমনই হয়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২৭ জানুয়ারি। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।
* ‘চুমুকে চুমুকে করো পান’:
https://youtu.be/LNOCPq8s318?t=78