আন্তর্জাতিকলিড নিউজ

পশ্চিমবঙ্গে মন্ত্রীকে গ্রেফতার

এবিএনএ: ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে গতকাল তার বাড়িতে তল্লাশি চালানো হয়। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার এক সহযোগির বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। এর কিছুদিন আগে সাবেক শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছিল সিবিআই। শেষমেশ পার্থকে আজ গ্রেফতার করা হলো।

Back to top button