এ বি এন এ : অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অলিভার হার্ট ও ফিনল্যান্ডের নাগরিক বেংগত হোলমস্টরম। অর্থনীতির কনট্রাক্ট থিওরির বিষয়ে বিশেষ অবদান রাখায় তাঁদের এ পুরস্কার দেওয়া হলো।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার এ পুরস্কার ঘোষণা করে।
অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। আর হোলমস্টরম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক।
নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হার্ট ও হোলমস্টরম। আগামী ১০ ডিসেম্বর তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।