এ বি এন এ : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, অভিবাসীদের সঙ্গে করে সন্ত্রাসবাদ জার্মানিতে আসেনি। তিনি আরো বলেন, যতদিন সংবিধানকে সম্মান করে ইসলাম চর্চা করা হয়েছে ততদিন থেকেই ইসলাম জার্মানির একটি অংশ।
যুদ্ধ ও দারিদ্র থেকে বাঁচতে মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ১০ লাখেরও বেশি মানুষ জার্মানিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। দেশটির জনগণ শরণার্থীদের স্বাগত জানালেও গত মাসে তিনটি হামলায় শরণার্থীদের জড়িত থাকার বিষয়টি উঠে আসার পর জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেখানে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)জার্মানিতে দুইটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
একটি নির্বাচনী সভায় গিয়ে মের্কেল বলেন, ‘অভিবাসীরা ইসলামি সন্ত্রাসবাদ বা আইএস কোনটাই জার্মানিতে নিয়ে আসেনি। সিরিয়া ও ইরাকে জিহাদ করতে যাওয়া জার্মান তরুণরা দেশের জন্য বড় হুমকি বলে মনে করেন তিনি। গত জুনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৮০০ তরুণ আইএসের হয়ে যুদ্ধ করতে জার্মানি ছেড়েছেন।
হামলার পর সরকারের অভিবাসন নীতির প্রতি জার্মানদের সমর্থন হ্রাস পেয়েছে। গত সপ্তাহে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে ৫২ শতাংশ জার্মান নাগরিক মের্কেলের অভিবাসন নীতিকে খারাপ মনে করেন।