

এবিএনএ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুই বাহিনীর প্রধানই তাদের সহধর্মিণীকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভকামনা ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন তাঁরা।
এ সময় দেশের সামগ্রিক কল্যাণ, শান্তি ও শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “ঈদ মানেই সৌহার্দ্য, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও দৃঢ় করার সময়। এই সাক্ষাৎ সে বার্তাই বহন করে।”