জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘অপরিকল্পিত নগরায়নের দায় নগর পরিকল্পনাবিদদেরও’

এ বি এন এ : নগর পরিকল্পনাবিদদের পরিকল্পনা মতই গত ৩০ বছরে রাজধানীর উন্নয়ন করা হয়েছে, তাই অপরিকল্পিত নগরায়নের দায় তারা এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ শনিবার সকালে দোয়েল চত্বরের আধুনিকীকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাঈদ খোকন বলেন, আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। আগামী দুই-তিন বছরের মধ্যে শহরকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

কনফিডেন্টলি বলছি চেষ্টার ত্রুটি করছি না। তিনি আরো বলেন, মেয়রের দায়িত্ব যখন নিয়েছি তখন বিদ্যুত বিলের জন্য সিটি কর্পোরেশনের লাইন কাটার জন্য লোক এসেছিল। অথচ এখন ১৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আমরা গত আট মাসে যে কাজ করেছি তা দৃষ্টান্ত হয়ে থাকবে। সকালে নতুন সাজে সজ্জিত দোয়েল চত্বর উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button