প্রেমিক অরল্যান্ডোর সঙ্গে বাগদান সারলেন কেটি!

এবিএনএ : প্রেমিক অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন জনপ্রিয় গায়িকা কেটি পেরি! বেভারলি হিলসে জল্পনা তুঙ্গে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন দুজনে। সেখান থেকে বেরোতেই সাংবাদিকদের নজরে পড়ে যান তারা। দেখা যায়, কেটির বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হীরার আংটি। বাগদান পর্ব মিটে গেছে কিনা প্রশ্ন করলে মুচকি হেসে সাংবাদিকদের পাশ কাটিয়েছেন ‘আই কিসড অ্যা গার্ল’ এর গায়িকা। প্রশ্ন এড়িয়ে গেছেন অরল্যান্ডোও। তবে তাঁরা চুপ থাকলেও, তাঁদের বাগদান নিয়ে জোর জল্পনা হলিউডে।
এর আগে ২০১০ সালে ঢাকঢোল পিটিয়ে কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন কেটি। ভারতের রাজস্থানে হিন্দুমতে বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু বিয়ে টিকেছিল মাত্র দুই বছর। এরপর জনপ্রিয় গায়ক জন মেয়ারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কেটির। সেই সম্পর্কও টেকেনি। এ বছরের গোড়ার দিকে অরল্যান্ডোর প্রেমে পড়েন তিনি। কেটির সঙ্গে সম্পর্কের আগে ২০১০ সালে সুপার মডেল মিরান্ডা কের’কে বিয়ে করেছিলেন অরল্যান্ডো। ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।
Share this content: