ফিচারবিনোদনলিড নিউজ

নতুন দিনের ডাক

সুজন দাশ

কলস ভরা দুঃখ জরা
সুখের ছোঁয়ায় যাক ভেসে,
ঘুচুক কালো ফুটুক আলো
অন্ধাকারের দিন শেষে!

পুরান যত ব্যথার ক্ষত
যাক চলে যাক সব মুছে,
বিভেদ ঢাকি বাঁধব রাখি
ভেদ ভেদাভেদ যাক ঘুচে।

অন্ধ প্রীতি দ্বন্দ্ধ ভীতি
নীতির কাছে মানবে হার,
জ্বলবে বাতি টুটবে রাতি
কাটুক যত ভয় আঁধার!

ঝর্ণা ধারা চন্দ্র-তারা
মাতুক খুশির উল্লাসে!
নতুন দিনে শান্তি বীণে
ভাসবো সুরের উদ্ভাসে।

Share this content:

Back to top button