
এবিএনএ : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা) ভোট দিয়েছেন।মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে কেসিসির ১৮৩ নম্বর ভোটকেন্দ্র মহানগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। ভোটশেষে তালুকদার আবদুল খালেক বলেন, ভোটের পরিবেশ নিয়ে আমি সন্তোষ। এ নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো ফল মেনে নেব। তবে বিজয়ের বিষয়ে আমি আশাবাদী। এর আগে কেসিসি নির্বাচনে মেয়র পদে আ’লীগের তালুকদার আব্দুল খালেকসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)। বাকি চার প্রার্থী নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন। সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দেয়ার জন্য নাগরিকরা ভোটকেন্দ্রগুলোতে সার বেঁধে দাঁড়িয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
Share this content: