জাতীয়বাংলাদেশলিড নিউজ

‌‘অভিযোগ প্রমাণিত হলে প্রধান বিচারপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’

এবিএনএ : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।প্রধান বিচারপতির বিদেশ সফর প্রাক্কালে তার দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে ডাকা আজ রবিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মিথ্যাচার করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে বিধি মোতাবেক দুর্নীতি দমন কমিশনও তদন্ত করতে পারে।আইনমন্ত্রী বলেন, যোড়শ সংশোধনীর বিষয়ে রিভিউ আবেদন শিগগিরই করা হবে। এ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বিষয়ে বিতর্ক থাকবে।বিএনপিকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটি মহল তাদের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। প্রধান বিচারপতি বিদেশ চলে যাওয়া ও তার বিবৃতির পর তাদের ওই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।

Share this content:

Back to top button