বিনোদন

৯৫ পর্যন্ত নগ্ন হবেন তিনি

এ বি এন এ : মার্কিন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে। বর্তমানে তার বয়স ২২ বছর। তবে বয়স ৯৫ বছর হওয়া পর্যন্ত তিনি নগ্ন হবেন আর চুল পেছনে ঝুঁটি করে ঘুরে বেড়াবেন। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

ভাবছেন হঠাৎ কী এমন ঘটল যে তিনি এমনটা বলছেন। মূলত নিজের ক্ষোভ থেকেই নগ্ন হওয়ার কথাটি বলেছেন এ গায়িকা।

এ গায়িকার অভিযোগ, যখন জাস্টিন বিবার এবং জায়ান মালিকের মতো পুরুষ সংগীতশিল্পীরা নগ্ন হন তখন সকলেই তাদের প্রশংসা করেন। কিন্তু নারীদের বেলায় তার উল্টোটা হয়। কিম কার্দাশিয়ান অথবা মাইলি সাইরাস নগ্ন হলেই সমালোচনার ঝড় ওঠে।

অ্যারিয়ানার মতে, পুরুষ তারকারা নগ্ন হলে যদি তাদের আবেদনময়ী লাগে এবং তাদের প্রশংসা করা হয়। তা হলে নারীদের বেলাতেও একই আচরণ করা উচিত।

Share this content:

Related Articles

Back to top button