হিলারির জেতার সম্ভাবনা ৯০%

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ভোট শুরুর ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স/ইপসোস তাদের সর্বশেষ জরিপ প্রকাশ করেছে।
তবে ইলেক্টোরাল ভোটে ট্রাম্পকে অনেক পেছনে ফেলেছেন হিলারি। তিনি পেয়েছেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩৫টি। বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট। জরিপে আরও বলা হয়, ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং ওহাইও অঙ্গরাজ্যে পাওয়া ভোটের ওপরই নির্ভর করবে নির্বাচনে ট্রাম্পের জয়-পরাজয়। ফ্লোরিডা, মিশিগান আর পেনসিলভ্যানিয়ার যে কোনো দু’টিতে হারলেই ট্রাম্পের হার নিশ্চিত বলে ওই জরিপে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের জয়ের জন্য শ্বেতাঙ্গদের বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যাওয়াটা বাঞ্ছনীয়। ২০০৮ এবং ২০১২ সালের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের নিরঙ্কুশ সমর্থন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামার দিকে গেলেও এবার হিলারি সে সমর্থন খুব একটা পাচ্ছেন না। তবে জরিপ বলছে, হিস্পানিকদের মধ্যে হিলারির সমর্থন কিছুটা বেড়েছে।
Share this content: