জাতীয়বাংলাদেশলিড নিউজ

স্মৃতিসৌধে কুয়েতের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এবিএনএ : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন ঢাকা সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে সড়কপথে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি শ্রদ্ধা জানান।

জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বেলা ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান কুয়েতের প্রধানমন্ত্রী। ১১টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধে মূল বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি সেখানে এক মিনিট নীরবতা পালন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে মন্তব্য লেখেন শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। রেওয়াজ অনুযায়ী স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি উদয় পদ্ম গাছের চারা রোপণ করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি।

এর আগে কুয়েতের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পৌঁছালে তাকে সেখানে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান, ঢাকার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ।

Share this content:

Back to top button