বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু

এবিএনএ: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রণ্টের জনসভা শুরু হয়েছে। ১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হয়।
মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে দেখা গেছে জোটের নেতা-কর্মীদের। ঢাকার আশাপাশের জেলা থেকে আসা নেতা-কর্মীরা নানা স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন। জনসভায় রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।
সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

Share this content:

Back to top button