আন্তর্জাতিকলিড নিউজ

সিরিয়ায় হামলা: মৃতের সংখ্যা বেড়ে ৯৪

এবিএনএ : সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩২৫ জন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) এ তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনী বিমান হামলার পাশাপাশি কামানের গোলাবর্ষণ করলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এসওএইচআর জানায়, রোববার থেকে সরকারি বাহিনী স্থল অভিযানের প্রস্তুতি নিতে ভারী গোলাবর্ষণ করেছে। পূর্ব গউতা অঞ্চলের আবাসিক এলাকায় সিরীয় বাহিনী ভারী গোলাবর্ষণ করেছে। সংস্থাটি জানায়, হ্যামোরিয়াহ ও সাবকাহ অঞ্চলে প্রতি মিনিটে ২০-৩০টি গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনী।

Share this content:

Back to top button