
এবিএনএ: সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় মিলের প্রশাসনিক কর্মকর্তা শাফায়েত জামিলকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকালের দিকে মিলের তাঁত সেক্টরে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৗঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জাতীয় জুট মিলের সুতলি, বস্তা ও পাটজাত দ্রব্য পুড়ে গেছে।
জাতীয় শ্রমিক লীগ জাতীয় জুট মিল শাখার সভাপতি আওরঙ্গ আজিজ স্বপন জানান, ভোরে শ্রমিকরা কাজ করছিল। এ সময় তাঁত সেক্টরের মেশিন চালু করার জন্য শ্রমিকরা যখন সুইস অন করে তখন সাথে সাথে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে স্তূপ করে রাখা ছালার বস্তায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, ‘গোডাউনে মালামাল রাখার জায়গা না থাকায় মিলের মধ্যে স্তূপ করে রাখা হয়েছিল ছালার বস্তা। এই বস্তাতেই আগুন ধরে যায়।’
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, ‘ভোরে জুট মিল কর্তৃপক্ষ ফোন করে জানায় জাতীয় জুট মিলে আগুন লেগেছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনে ভয়াবহতা দেখে কামারখন্দ থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
জাতীয় জুট মিলের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, মিলের তাঁত সেক্টরে আগুন লাগায় সেখানে রাখা বস্তার বেল পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।
Share this content: