আমেরিকালিড নিউজ

সদস্যেদের আদায়কৃত অর্থ দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে উদাহারণ সৃষ্টি করলেন ড. সিদ্দিকুর রহমান

এবিএনএ : যুক্তরাস্ট্রে আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গরাজ্যে গুলিতে সম্মেলনের মাধ্যেমে নতুন কমিটি করে সংগঠনকে গতিশীল করার লক্ষে দিন রাত কাজ করে চলেছেন সভাপতি ড.সিদ্দিকুর রহমান . ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । সংগঠনের নিয়ম অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়নের জন্য প্রতি সদস্যের ২০ ডলার করে চাঁদা ধায্য করা হয় , য়া অতীতে কোন দিন এই ভাবে বড় আকারে হয়নি । কয়েকটি অঙ্গরাজ্যে সম্মেলন হয়েছে বাকী আছে বেশীর ভাগ !, তবে রোজার পর নিউইয়র্ক সহ বাকী অঙ্গরাজ্যে গুলিতে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ইউএসবাংলা কে জানান ড. সিদ্দিকুর রহমান । তিনি বলেন সম্মেলনের আদায়কৃত সকল অর্থ দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । তবে ড. সিদ্দিকুর রহমানের এই কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন অনেক নেতাকর্মীরা তারা বলেন ড . সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে একটি উদাহারণ সৃষ্টি করলেন যা , অতীতে কোন দিন হয়নি । ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং সকল স্টেট কমিটির নেতাকর্মীদের বিষয়টি অবগতির করার তিনি তার নিজের ফেইসবুক বিস্তারিত লিঁখেছেন .ড. সিদ্দিকুর রহমানের নিজের বক্তব্য তুলে ধরা হলো তিনি বলেন বিগত কয়েক মাসে বিভিন্ন স্টেটগুলোতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার সময় নতুন সদস্য অন্তর্ভূক্তি করণ এবং নবায়ন ফি বাবদ প্রায় ১৬ হাজার (ষোল হাজার) ডলাৱ আমাৱ নিকট জমা আছে। জমাকৃত এই অর্থ সুবিধাজনক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে অর্পণ করা হবে এবং এব্যপারে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে কার্পণ্য করা হবে না। উপরোক্ত অর্থ সংক্রান্ত ব্যপারে নেতাকর্মীদের আরও কোন তথ্য জানতে হলে নিন্মোক্ত নাম্বারে অনুগ্রহ করে আমাকে কল্ করুন। চেস্টা করবো বিস্তারিত জানাতে। আমরা আশাবাদী স্বচ্ছতা,জবাবদিহিতা,একাগ্রতার প্রতিফলন থাকবে সদা সবসময়, শুধু দরকার সকলের সহযোগীতার মনোভাব ।

Share this content:

Back to top button