জাতীয়বাংলাদেশলিড নিউজ

সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত

এবিএনএ : জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনটি আগামী ৯ মে পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ অধিবেশনের শুরুতে গত ১১ মার্চ শেষ হওয়া বাজেট অধিবেশনের পর প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত করা হয়।

এর আগে সভাপতিমন্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন। সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন- মো. তাজুল ইসলাম, তালুকদার মো. ইউনুস, মো. নজরুল ইসলাম, মো. ফখরুল ইমাম ও সফুরা বেগম।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলতি অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো বা কমানোর দায়িত্ব দেওয়া হয় স্পিকারের উপর।

বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন।

Share this content:

Back to top button