
এবিএনএ: মাত্র সাত মাসের অনুশীলনেই পাকিস্তান, নেপাল ও ভুটানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছে তারা। তবে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জয় হলো না বাংলাদেশের। শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। অথচ গতবার এই ভারতকেই ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আজকের খেলায় বাংলাদেশ গোল হজম করেছে ৬৬ মিনিটে। কর্নার থেকে বল ধরে গোলমুখে ক্রস ফেলেন সিলকি দেবি। আর চলন্ত বলে সুনিতা মুন্দের প্লেসিং আশ্রয় নেয় বাংলাদেশের জালে।
Share this content: