বাংলাদেশরাজনীতিলিড নিউজ

লাকসামে ২নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

এবিএনএ : লাকসামে ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক প্রফেসর আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন। উপজেলা যুবলীগের সদস্য মোঃ শহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য সদস্য মোঃ মনির হোসেন, মোশারফ হোসেন মজুঃ, কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ, গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম সজল, গিয়াস উদ্দিন টিটু, জালাল আহমেদ, মাহবুব মোর্শেদ ফারুক, আনোয়র হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে আবু হানিফ মজুমদার, সাধারণ সম্পাদক আনোয়ার ও রাশেদুল আনোয়ার বাঁধন, বাহার উদ্দিন, হায়াতুন নবীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে অতিথিবৃন্দরা বলেন, লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের রূপকার, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপির হাতকে শক্তিশালী করতে উপজেলা আওয়ামী যুবলীগের যোগ্য কর্মীদের দায়িত্ব দেয়া হয়েছে। যারা নতুন নেতৃত্বে এসেছে তারা সবাই সুসংগঠিত থেকে আগামী দিনে রাজপথে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে।

Share this content:

Back to top button