বাংলাদেশরাজনীতিলিড নিউজ

রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই: এরশাদ

এবিএনএ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রওশন এরশাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব-বিভেদ নেই। আমরা এক ছিলাম, এক আছি। আমরা এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো। এর মধ্যে কোনো বিভেদ নাই। জাতীয় পার্টির এখন একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে চাই। সোমবার সকালে রংপুরের সেনপাড়ায় নিজের স্কাই ভিউ বাড়ির সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, তিনশ’ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করা আছে। আগামী ২০ অক্টোবরের পর মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রার্থীদের নাম ঘোষণা করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেন, আমি জানি না কেমন নির্বাচন হবে, আল্লাহ্ ভালো জানেন। তবে জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা সব সময় নির্বাচন করি, এবারও করবো। তিনি আরও বলেন, রংপুর অঞ্চল হলো জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গ ভাঙার কারো সাধ্য নেই। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আকতার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যমুনা ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসাসহ দলের জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this content:

Back to top button