যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু

এবিএনএ : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে আইওয়া এবং নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের ভোটাররা রাত ৯টা পর্যন্ত তাদের ভোটারাধিকার প্রদান করতে পারবেন। নির্বাচনে প্রায় ১২ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রেসিডেন্ট। আগে থেকেই অনেকটা অনুমিত ডেমোক্রেটিক প্রার্থীর হিলারি ক্লিনটন অথবা রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পই হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। বিভিন্ন জরিপে সেটাই উঠে এসেছে। তবে যেই নির্বাচিত হোন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউজের পরবর্তী চার বছরের অধিকর্তা হবে তিনি। জরিপের ফলাফলে কখনও এগিয়ে ছিলেন হিলারি, আবার কখনও ট্রাম্প। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? তবে যেই প্রেসিডেন্ট হোক, তাকে পেতে হবে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট। সেই ভোট লাড়াইয়ে ঝাঁকুনি শুরু হয়েছে বিশ্বব্যাপী।
Share this content: