জাতীয়বাংলাদেশলিড নিউজ

মেট্রোরেলের ৫ ও ৬ নম্বর প্যাকেজ নির্মাণের চুক্তি সই

এবিএনএ : মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের জন্য যৌথ দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রকল্প দুটির জন্য আলাদাভাবে দুটি কোম্পানির সঙ্গে এই চুক্তিতে সই করেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। আজ সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও ৭টি স্টেশন নির্মাণ করা হবে।
নির্ধারিত সময়ের অাগে ২০২০ সালেই পুরো মেট্রোরেল চালু হবে। এতে খরচ বাঁচবে ৭০০ কোটি টাকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অন্যান্য মন্ত্রণালয় এবং কোম্পানি দুটির কর্মকর্তারা।

Share this content:

Back to top button