জাতীয়বাংলাদেশলিড নিউজ

মঙ্গল শোভাযাত্রা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মঙ্গল শোভাযাত্রাকে হিন্দুদের সংস্কৃতি বলছে তারা না জেনে বলছেন। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সবার কাছে অনুরোধ কেউ এটি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে হাতিরঝিল সমন্বিত প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, মঙ্গল শোভাযাত্রা একমাত্র উৎসব যেখানে সব ধর্মের লোক সমানভাবে অংশ নেয়। এটি দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে। পেহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব।

প্রধানমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা এখন গোটা বিশ্বে স্বীকৃত। এটিকে ধর্মের সঙ্গে মিশিয়ে ফেলার কোনো সুযোগ নেই। কারণ বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ইউনেস্কো এটিকে ঘোষণা করেছে।

হাতিরঝিল সমন্বিত প্রকল্প উদ্বোধন করে তিনি বলেন, এটি নগরবাসীর জন্য আমার নববর্ষের বিশেষ উপহার। এর মাধ্যেমে ঢাকার মানুষের বিনোদনের নতুন স্থান হলো। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ সব কিছু করার সুযোগ পাবে এখানে। তবে সবার কাছে অনুরোধ রইলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিয়ে নজর দেবেন।

তিনি বলেন, হাতের বোতল বা কাগজের প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম ধর্মেই প্রথম প্রবর্তন করে। সবার কাছে অনুরোধ রইলো যেখানেই যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দেবেন।

Share this content:

Back to top button