
এবিএনএ: বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দুই মুসলিম ক্রিকেটার হাশিম আমলা এবং ইমরান তাহিরকে রেখেই দল চূড়ান্ত করেছে আফ্রিকা। বিশ্বকাপে আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া ক্রিস মরিসকে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিল ফেহলুকাওয়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডেনি মরিস, কুইন্টন ডি কক, আনরিচ নর্টিজ, লুঙ্গি এনডিগি, অ্যাডান মার্কওরাম, রাশি ভেন দার দাসুন, হাশিম আমলা ও তাব্রিজ শামসি। প্রসঙ্গত, ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলংকা দল ঘোষণা করেছে। আজ দল ঘোষণা করার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
Share this content: