বিনোদন

বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

এ বি এন এ : গুঞ্জনে এসেছিল বহু আগেই। এবার রীতিমতো সিলমোহর দিলেন হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি। তাঁর আইনজীবী রবার্ট অফারে জানিয়েছে। রবার্ট অফার বলেন, আবেদনপত্রে জোলি ‘পারিবারিক কল্যাণের জন্যই বিবাহবিচ্ছেদের’ কথা উল্লেখ করেছেন। কিন্তু এ ব্যাপারে জোলি কোনো মন্তব্য করতে চান না। সূত্রের খবর অনুযায়ী, ৬ সন্তানকে নিজের কাছে রাখার জন্য আদালতের কাছে অনুরোধ করেছেন জোলি। চাইলে মাধে মধ্যে সন্তানদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন আদালতের কাছে। তবে আদালতের কাছে জোলির একটাই অনুরোধ, কোনওমতেই যেন সন্তানদের দায়িত্ব ব্র্যাডের হাতে না আসে। গুঞ্জনে এসেছে, ব্র্যাড পিটের সঙ্গে বচসার কারণই হল এই ৬ সন্তান। বাচ্চাদের সঙ্গে নাকি সঠিক ব্যবহার করতেন না ব্র্যাড। সন্তানের দিকে চেয়েই এই বিবাহবিচ্ছেদ চাইছেন জোলি। ২০১৪ সালের অগস্ট মাসে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা। জনপ্রিয় এই জুটি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ব্র্যাঞ্জেলিনা নামে। তবে বিয়ের আগে ২০০৪ সাল থেকেই প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন হলিউডের এই দুই তারকা। চলতি বছরের জুলাই মাসে শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল একটি রেস্তোরাঁয়। 

Share this content:

Back to top button