বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপির আমন্ত্রণপত্র ‘নেয়নি’ আ’লীগ

এবিএনএ : সময় দিয়েও বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেনি আওয়ামী লীগের কোনো নেতা। উল্টো কার্যালয়ে প্রবেশে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাতে সোমবার বিকালে ধানমণ্ডিতে দলটির সভাপতির কার্যালয়ে যান বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল।
এসময় কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। আমন্ত্রণপত্র রাখতে অনুরোধ করা হলে নিররাপত্তাকর্মীরা তা রাখতে অস্বীকৃতি জানান। পরে বিএনপি প্রতিনিধিদল সেখান থেকে চলে আসেন।
বুধবার বিকাল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘ভিশন ২০৩০’ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
এ বিষয়ে বিএনপি প্রতিনিধিদলের সদস্য সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী সোমবার বিকাল ৫টার কিছুক্ষণ আগে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ধানমণ্ডি কার্যালয়ে যাই। কিন্তু কার্যালয়ের গেটের সামনে যাওয়ামাত্র পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাধা দিয়ে বলেন, ‘ভেতরে কেউ নেই।’
প্রতিনিধিদলের আরেক সদস্য সহ-সাংগঠনিক শহীদুল ইসলাম বাবুল জানান, ‘আমরা গত দুদিন ধরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আওয়ামী লীগ দফতর সম্পাদককে ফোনে পাইনি। দুদিন আগে উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফোন ধরে জানান, পরে জানাব। কিন্তু এরপর তিনি আর কিছুই জানাননি।’
তিনি বলেন, ‘সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীকে ফোন করলে তিনি জানান, ৫টার দিকে কার্যালয়ে আসেন। যথাসময়ে গেলেও কাউকে পাইনি। কার্যালয়ের নিরাপত্তাকর্মী শাহ তৈমুর আহমেদ জানান, অফিসে কেউ নেই। তাকে আমন্ত্রণপত্র রাখার অনুরোধ জানালে রাখতে পারবেন না বলে আমাদের জানিয়ে দেন।’
টিপু জানান, ওই অবস্থায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেন তারা। কিন্তু কেউ ফোন রিসিভ করেননি।
তিনি বলেন, সোয়া ৫টা পর্যন্ত অপেক্ষা করে আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বিএনপির সিনিয়র নেতাদের বিষয়টি অবহিত করে আমন্ত্রণপত্র সঙ্গে নিয়ে তারা ফিরে আসেন।
তিন সদস্যের প্রতিনিধিদলের অপরজন হলেন সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ প্রসঙ্গে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। তারা কখন আসবে তাও জানতাম না। আমি এখন ধানমণ্ডি কার্যালয়ে আছি। কেউ আমাকে এ নিয়ে কিছু বলেনি।’

Share this content:

Back to top button