রাজনীতি

বিএনপিকে ন্যাস্টি পার্টি বলে আখ্যায়িত করলেও ভুল হবে না: নৌমন্ত্রী

এ বি এন এ : বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি(বিএনপি) কে বাংলাদেশ ন্যাস্টি পার্টি বলেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শোক দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতির জনককে হত্যা করে এই পার্টির জন্ম হয়েছে। এরপর থেকে দেশের মানুষের ওপর জ্বালাও পোড়াও চালিয়ে যাচ্ছে। মানুষ হত্যা করে, বাস ট্রাক, দোকান পুড়িয়ে নগ্ন নজির সৃষ্টি করেছে। মানুষ পুড়িয়ে হত্যা কোন ধর্মে নেই, সমাজে নেই, গণতন্ত্রে নেই। তবুও তারা এ ধরনের হীন কাজ করেছে। এমনকি আমাদের অস্তিত্বের চিহ্ন শহীদ মিনারেও হামলা চালিয়েছে। তাই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি -বিএনপিকে ন্যাস্টি পার্টি বলে আখ্যায়িত করলেও ভুল হবে না।’ নৌমন্ত্রী বলেন, ‘সবাই মনে করে বিশ্ব মুসলিম উম্মারশক্র ইহুদি বা ইসরাইল। আর এই ইসরাইলের মোসাদের সাথে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ জঙ্গিবাদকে বিষফোঁড়া উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘এই বিষফোঁড়া নির্মূলে আমাদের দেশে একজন ভালো সার্জন আছেন, আর তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি এই বিষফোঁড়ার ভালো অপারেশন করতে পারেন। আর আশেপাশে আমরা যারা আছি তারা নার্স বা সেবিকার ভূমিকা পালন করতে পারি।’ সংস্থাটির যুগ্ম-আহ্বায়ক কামরুল আনামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব বদরুদ্দোজা নিজাম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, শামীমা শিরিন, পারুল খাতুন প্রমুখ।

Share this content:

Back to top button