বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপি-জামায়াত একই মেরুর বাসিন্দা : সেতুমন্ত্রী

এ বি এন এ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের সম্পর্ক একই সূত্রে গাথা। বিএনপি জামায়াত একই মেরুর বাসিন্দা, আদর্শগত দিক থেকে তারা খুব কাছাকাছি অবস্থান করছে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর মহিপালে সিক্সলেন ফ্লাইওভার প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গুঞ্জন রয়েছে খালেদা জিয়া জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের জন্য বৈঠক করতে পারেন। এটা গুঞ্জনের পর্যায়ে রয়েছে।  বিএনপি জামায়াত একই মেরুর বাসিন্দা। জামায়াতকে ছাড়ার ঘোষণা বিএনপির লোক দেখানো সাময়িক কৌশল।
ফেনীর সিক্সলেন ফ্লাইওভার প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এটির নির্মাণ কাজ করছে সেনাবাহিনী। ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হবে ২০১৭ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত ১৭৮টা পাইলিংয়ের মধ্যে ১১০টা পাইলিং সম্পন্ন হয়েছে।
এ সময় পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেমসহ সড়ক জনপথ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button