
এবিএনএ : জাতীয় প্রেস ক্লাবে ৩১ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে ৩শ’ কোটি টাকা। নির্মাণ কাজ শুরু করতে প্রয়োজনীয় ১শ’ কোটি টাকার ব্যবস্থা প্রায় হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণে সাহায্য করে যাচ্ছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ২১তম দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তৃতায় জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন এগিয়ে চলেছে। ক্লাবের ২ দশমিক ৬ একর জমিতে স্বপ্নের ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মিত হবেই হবে।
নবীন প্রবীণ বিপুল সংখ্যক ক্লাব সদস্যের উপস্থিতিতে ক্লাব অডিটরিয়ামে দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি তাদের প্রতিবেদন পেশ করলে সর্বসন্মতিক্রমে তা পাশ হয়।
দ্বি বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির নেতা দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আজিজুল ইসলাম ভুইয়া, আমিরুল ইসলাম কাগজি, আশরাফ আলী, শামসুল হক দুররানি, হাসান আরেফিন ও শামসুদ্দিন আহমেদ চারু প্রমুখ।
Share this content: