বিনোদন

প্রিয়াঙ্কার মাতলামিতে ‘সোশ্যাল মিডিয়ায়’ উত্তাল ( ভিডিও)

এবিএনএ : সম্প্রতি প্রিয়াঙ্কার মাতলামিতে ‘সোশ্যাল মিডিয়ায়’ উত্তাল ভাব বিরাজ করছে। পার্টিতে লোকজনের সামনে বির্তকিত এক কান্ড ঘটালেন বলিউডের এই হট নায়িকা।

একদিকে মাতাল প্রিয়াঙ্কার, তার উপরে সদ্য ভেঙেছে সম্পর্ক! এ রকম একটা অবস্থায় এতো সুপুরুষদের মাঝখানে এমন কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া!

জানা যায়, শুরুটা করলেন তিনি কান্নাকাটি দিয়ে। প্রিয় বান্ধবী সুপারউওম্যান ওরফে লিলি সিংয়ের কাছে। একের পর এক পাত্র শেষ করেন আর কেঁদে চলেন নায়িকা! অবস্থা সামাল দিতে শেষে হাল ধরতে হল সুপারউওম্যানকেই!
তবে কী করে প্রিয়াঙ্কাকে থামালেন বান্ধবী? আসলে প্রিয়াঙ্কাকে তিনি থামাতে পারেননি। হৃদয়ভাঙা মাতালকে সামলানো চাট্টিখানি কথা নয়। তার উপর আবার চারপাশে সুপুরুষদের দেখে তাদের দিকে যেতে চাইছেন প্রিয়াঙ্কা! মাতাল প্রিয়াঙ্কার সেই ভিডিও দেখে বাকিটুকু বুঝে নিন-

Share this content:

Back to top button