বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নারায়ণগঞ্জ যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

এবিএনএ: নারায়ণগঞ্জে লাঠিচার্জ করে যুবদলের মিছিল পণ্ড করেছে পুলিশ। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এতে জেলা যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে চাষাড়ায় মহানগর যুবদলের শোভাযাত্রার ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিল পণ্ড করে দেয় পুলিশ। সদর ওসি আসাদুজ্জামান জানান, চাষাড়া ও জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিল বের করে। এ সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের মিছিল করতে দেয়া হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this content:

Back to top button